ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
ক্যারিয়ার
ক্যারিয়ার গড়ুন গার্মেন্ট ম্যানেজমেন্টে

দিন বদলের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে মানুষের চাহিদা ও রুচির। আর এসব পরিবর্তন যারা করবে এবং যেভাবে করবে তাদেরই সম্পূর্ণ আধুনিক ধারায় হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ দিয়ে দেশের বেকারত্ব দূরীকরণের অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিজিএমআই)।

 

বাংলাদেশ গার্মেন্ট সেক্টর থেকে প্রতি বছর হাজার হাজার বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। আর এমনই একটি সেক্টরে সফলভাবে ক্যারিয়ার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে বিজিএমআই। অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল প্যাটার্ন ম্যাকিং, ওয়ার্ক স্টাডি, সোস্যাল কমপ্লায়েন্সসহ কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্সগুলোর ওপর এক বছরমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হয় । ৬ মাসের কোর্স সম্পন্ন করতে ১২ হাজার ৫০০ ও এক বছরের কোর্স সম্পন্ন করতে ৫০ হাজার টাকা খরচ হবে। পোশাক তৈরির ক্ষেত্রে তন্তু থেকে সুতা, সুতা থেকে কাপড়, কাপড়ের রঙ, ছাপা ও ধৌতকরণ, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী রুচিসম্মত পোশাক তৈরি, বায়ার ডিলিংস, কস্টিং কনজামশন ইত্যাদি সম্পর্কে শিক্ষা দেয়া হয়। বিজিএমআই প্রফেশনার কোর্সের মাধ্যমে শুধু গার্মেন্ট বিষয়ে শিক্ষা প্রদান করা হয়।


যেমন- ফ্যাশন ডিজাইনে ইন্ট্র–ডাকশন-টু ফ্যাশন, অ্যারিমেন্টস অব ডিজাইন, টেক্সাইল, বডিস অ্যান্ড ভেরিয়েশন্স, প্রোডাক্ট অ্যান্ড আরএমজি ইন্ডাস্ট্রিজ, প্রোডাকশন টার্মিনলজি, টেক্সাইল টার্মিনলজি, কোয়ালিটি ম্যানেজমেন্ট, সিস্টেম প্রভৃতি সম্পর্কে শিক্ষা দেয়া হয়। ফ্যাশন ডিজাইনিং ও কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ নিতে হলে যে কোনো বিষয়ে এইচএসসি/সমমান ও মার্চেন্ডাইজিং এবং এইচআর কোর্সে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েটেড হতে হবে। আগামী ব্যাচের ক্লাস শুরু হচ্ছে ৬ সেপ্টেম্বর ২০১৩। যোগাযোগ : বিজিএমআই বাড়ি ৪, রোড ১২, সেক্টর ৬, উত্তরা, ঢাকা। ফোন-০১৯১১৫৬২৬৭৭ , ৮৯২১২৯৫।