ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
মৎস্য চাষ
দেশি মাগুর ও শিং চাষের পদ্ধতি

 

ছোট-বড় সব ধরনের জলাশয়ে মাগুর ও শিং মাছ চাষ করা যায়। এসব মাছ চাষে ঝুঁকি অনেক কম। বর্তমানে স্বল্প পরিসরে হ্যাচারিতে এর পোনা উত্পাদন শুরু হয়েছে। তবে অদূর ভবিষ্যতে সহজেই পোনা পাওয়া যাবে। 

 


 

পুকুর প্রস্তুতি : পুকুরের পানি সেচের মাধ্যমে শুকিয়ে ফেলতে হবে। পুকুর শুকানো সম্ভব না হলে শতাংশপ্রতি ৩০ সে.মি. গভীরতায় ২৫-৩০ গ্রাম হারে রোটেনন পাউডার পানিতে গুলিয়ে পুকুরে ছিটিয়ে দিলে সব ধরনের মাছ মারা যাবে। নতুবা পুকুরে বড় আকারের কোনো রাক্ষুসে মাছ থাকলে তা শিং-মাগুরের পোনা খেয়ে ফেলবে। 


চুন প্রয়োগ : শতাংশপ্রতি ১-১.৫ কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। পুকুর শুকনা থাকলে চুন প্রয়োগের পর পুকুরে পানি সরবরাহ করতে হবে। 

সার প্রয়োগ : চুন প্রয়োগের ৭-১০ দিন পর শতাংশপ্রতি ৫-৭ কেজি গোবর বা ৩-৪ কেজি হাঁস-মুরগির বিষ্ঠা,১০০-১৫০ গ্রাম ইউরিয়া৫০-৭৫ গ্রাম টিএসপি এবং ২০ গ্রাম এমপি সার প্রয়োগ করতে হবে। 

পোনা মজুদ : ৪-৬ সে.মি. দৈর্ঘ্যের সুস্থ-সবল পোনা পুকুরে মজুদ করা উত্তম। শতাংশপ্রতি ১০০-১৫০টি (হেক্টরে ২৪,৭০০-৩৭,০০০টি) পোনা মজুদ করা যায়।

সম্পূরক খাদ্য সরবরাহ : মাগুরশিং-এর খাদ্যে চালের কুঁড়া শতকরা ৪০ ভাগতৈলবীজের খৈল ৩০ ভাগ এবং শুঁটকি ৩০ ভাগ একত্রে করে গোলাকার বল তৈরি করে মাছকে সরবরাহ দিতে হয়। এগুলো মিশ্রিত করে পিলেট তৈরি মেশিনে পিলেট করে খাওয়ালে উত্পাদন বেশি হতে পারে। এছাড়া শামুক বা ঝিনুকের মাংস খাওয়ানো যেতে পারে।

খাদ্য প্রয়োগের মাত্রা : মজুদকৃত মাছের ৫-১০ ভাগ হারে দৈনিক খাদ্য সরবরাহ করতে হয়।

আহরণ ও বাজারজাতকরণ : মাগুর ও শিং মাছ প্রায় ১০০ গ্রাম ওজনের হলে পর্যায়ক্রমে আহরণ করা যেতে পারে। এ মাছ জীবিত অবস্থায় বাজারজাত করতে হবে। নতুবা কাঙ্ক্ষিত মূল্য পাওয়া যাবে না। 

এক হেক্টর আয়তনের পুকুরে শিং-মাগুর চাষের জন্য বার্ষিক আয়-ব্যয়ের হিসাব 
(১) পুকুর শুকানো/মাছ মারার ওষুধ ৪,০০০ টাকা
(২) চুন ২৫০ কেজি মূল্য ২,০০০ টাকা
(৩) জৈব সার ২,০০০ কেজি মূল্য ২,০০০ টাকা
(৪) ইউরিয়া ২৫০ কেজি মূল্য ২,০০০ টাকা
(৫) টিএসপি ১২৫ কেজি মূল্য ১,৮৭৫ টাকা
(৬) এমপি ১০০ কেজি মূল্য ৭০০ টাকা 
(৭) সম্পূরক খাদ্য ৩,৬০০ কেজি মূল্য ৫৪,০০০ টাকা
(৮) মাছের পোনা (৪-৬ সে.মি.) ২৫০০০ টি মূল্য ৩৭,০০০ টাকা
(৯) ওষুধ ও রাসায়নিক গুচ্ছ মূল্য ১,০০০ টাকা
(১০) মাছ আহরণ ও বাজারজাতকরণ গুচ্ছ মূল্য ৪,৫০০ টাকা
(১১) বিবিধ ১,৪০০ টাকা। মোট ব্যয় ১,১০,৪৭৫ টাকা। পুকুর ভাড়া এবং ব্যাংক ঋণ নিয়ে চাষ করলে ২৮,০০০ টাকা বেশি ব্যয় হবে। 

উত্পাদন ও আয় 
উত্পাদন : ১,৮০০ কেজি মাছ। আয় : প্রতি কেজি ৪০০ টাকা হিসেবে ১,৮০০ কেজির মূল্য ৭,২০,০০০ টাকা। মুনাফা : ৭,২০,০০০ থেকে ১,১০,৪৭৫ টাকা = ৬,১৪,৫২৫/- টাকা।
আরও তালিকা এখানে