ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
তথ্যাদি
এক্সপোর্ট ইমপোর্ট লাইসেন্স করার নিয়ম

আপনে যদি ঢাকাতে থাকেন তা হলে আপনাকে সিটিকর্পোরেশন থেকে লাইসেন্স ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স নিতে হবে...নিদিষ্ট ফি ছাড়াও আপনাকে আপনার ব্যবসার ধরন অনুযায়ী ফি দিতে হবে যেমন আমদানী কারক এর ফি, রপ্তানী করকের ফী এই ভাবে যোগ করে আপনাকে সোনালী ব্যংকের নিদিষ্ট কয়েক টা শাখায় জমা দিতে হবে এই ব্যপারে আপনে আপনার এলাকার সিটিকর্পোরেশন অফিসের সাথে যোগাযোগ করতে হবে।
নতুন লাইসেন্স ফিঃ ২২৫০ টাকা +সাইবোর্ড কর ৩৭৫ টাকা +নতুন বই ১০০ টাকা+সার চার্জ ৫৬৩+ব্যংক ৫ টাকা+
আপনি যদি সরাসরি নিজ দ্বায়িতে এই সব লাইসেন্স করতে যান তা হলে আপনাকে অনেক জামেলায় পড়তে হবে। আপনে এই বিষয় গুলো মতিঝিলে সিটি সেন্টারের বিপরীতে চা-বোর্ড অফিসে সাথে রপ্তানী উন্নয়ন ব্যুরো সাথে যোগাযোগ করতে পারেন। এই খানে আরো উল্লেখ্য যে আমদানী রপ্তানী ব্যবসা শুরু করার পূর্বে আপনেক অবশ্যই যে কোন চ্যম্বারের সদস্য হতে হবে...এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এফবিসিসিআই, বাংলাদেশ ইন্ডেন্টিং এসোশিয়েশন...ইত্যাদি...
আমদানী নিবন্ধন ফি ১৫,২০০ টাকা (সর্বোচ্চ ১ কোটি টাকা) প্রতি বছর দিতে হবে ১৭,৭০০
রপ্তানী নিবন্ধন ফি ৩,২০০ টাকা ......
আর আপনে যদি ইনডেন্টিং ব্যবসা করেন তা হলে 
ইনডেন্টিং নিবন্ধন ফি ২৫,২০০ টাকা.........
এবং এসব ফি দিতে হবে বাংলাদেশ ব্যংকে বা সোনালী ব্যংকে এবং নিদিষ্ট চালান ফর্মে