ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
তথ্যাদি
সরকারি ভ্যাকসিন সমূহের দরকারি তথ্য

আসুন জেনে নিই সরকারি ভ্যাকসিন সমূহের দরকারি তথ্য লেখক: ডাঃ শামীম আহমেদ 
আমরা যারা নতুন ভেটেরিনারি সার্জন হিসেবে যোগদান করেছি তাদের জন্য এই তথ্যগুলো খুব প্রয়োজনীয় বলে এই আর্টিকেলটি লেখার প্রয়োজন অনুভব করলাম। তাছাড়া এই ভ্যাকসিনগুলোকে অনেকেই সরকারি বলে অবজ্ঞা করে থাকি এবং আমি দেখেছি কিছু কিছু কোম্পানি তাদের ব্যবসায়ীক উদ্দেশ্যে এই ভ্যাকসিনগুলো নিম্ন মান সম্পন্ন ইত্যাদি নান ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে। তাই আমার মনে হলো দেখি এই ভ্যাকসিনগুলো সম্পর্কে আরেকটু স্টাডি করিআর সেই থেকেই মনে হলো এ তথ্যগুলো আমাদের সবারই মনে রাখা দরকার যাতে আমরা আমাদের খামারিদেরকে সঠিক ও কার্যকরী ভ্যাকসিনটি তুলে দিতে পারি। 
নিচে ছক আকারে তথ্যগুলো উপস্থাপন করলাম-  ভ্যাকসিন মাস্টার সিড উৎস সংরক্ষণ ব্যবহারবিধি সরবরাহ মূল্য মন্তব্য Large & Small Animal Vaccine ক্ষুরা (FMD) বাইভ্যালেন্ট এবং সিরোটাইপ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান(LRI), মহাখালী,ঢাকা ৪০থেকে ৮০ LA: 6ml SCSA: 2ml SC LA: 16 doseSA: 48 dose ৯৬:০০  

  • বুষ্টার ডোজ ২১ দিন পর
  • ৪ মাস পরপর দিতে হবে 
  • ৪ মাস বয়সের নিচের পশুকে এ টিকা দেয়া যাবে না  ট্রাইভ্যালেন্ট A,O এবংAsia-1 সিরোটাইপ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান(LRI), কুমিল্লা  ১৬০:০০  তড়কা (Anthrax) এফ-২৪ স্ট্রেইন অষ্ট্রেলিয়া  ৪০থেকে ৮০ LA: 1ml SCSA: 0.5ml SC LA: 100 doseSA: 200 dose  50:00  
  • ৬ মাসের উর্দ্ধ গর্ভবতী গাভকে দেয়া যাবে না।  বাদলা (BQ) লোকাল স্ট্রেইন  LRI, মহাখালীঢাকা   ৪০থেকে ৮০ LA: 5ml SCSA: 2ml SC LA: 20 doseSA: 50 dose  30:00  
  • টিকা প্রদানের পূর্বে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে
  • ৬ মাস পরপর টিকা দিতে হবে গলাফুলা (HS)  লোকাল স্ট্রেইন  LRI,মহাখালীঢাকা   ৪০থেকে ৮০ ওয়েল এ্যাডজুভেন্টঃ LA: 2ml SC  SA: 1ml SC  এ্যালাম অধঃপতিতঃ  LA: 5ml IM  SA: 2ml IM   ওয়েল এ্যাডজুভেন্টঃ LA: 50 dose  SA: 100 dose  এ্যালাম অধঃপতিতঃ LA: 20 dose  SA: 50 dose   ওয়েল এ্যাডজুভেন্টঃ 30:00  এ্যালাম অধঃপতিতঃ  30:00   
  • এটি কিল্ড ভ্যাকসিন  জলাতঙ্ক টিকা  ফ্লারি স্ট্রেইন  WHO  -200 (০০ থেকে ৮০ তে ৪৮ ঘণ্টা)  গবাদীপশুকে HEP(Pre-exposure): 3ml IM কুকুর (LEP): 3ml IM  বিড়াল (HEP): 1.5ml IM   প্রতি ভায়ালে ১ মাত্রা+৩মিলি ডাইল্যুয়েন্ট  ২৫:০০  * কোন অবস্থাতেই এই টিকা চামড়ার নিচে প্রয়োগ করা যাবে না।  PPR  লোকাল (শহীদ টিটো) স্ট্রেইন  বি এল আর আইসাভারঢাকা  -200(-৫০থেকে -০০ তে ৬ মাস) 1ml SC  প্রতি ভায়ালে ১০০ মাত্রা+১০০ মিলি ডাইল্যুয়েন্ট  প্রতি ভায়াল ৫০:০০  
  • লাইভ এটিন্যুয়েটেড Goat Pox লোকাল স্ট্রেইন  বি এল আর আইসাভার,ঢাকা -200(২০ থেকে ৮০ তে ৬ মাস)  1ml SC  প্রতি ভায়ালে ১০০ মাত্রা+১০০ মিলি ডাইল্যুয়েন্ট প্রতি ভায়াল ৫৫:০০ 
  • লাইভ এটিন্যুয়েটেড সেল কালচার পোল্ট্রি ভ্যাকসিন সমূহ মারেক্স HVT FC-126 Sero type-3 ইংল্যাণ্ড -200(-৫০থেকে -০০ তে ৬ মাস)0.2ml SC  প্রতি ভায়ালে ১০০০ মাত্রা+২০০ মিলি ডাইল্যুয়েন্ট প্রতি ভায়াল ৩৫০:০০ 
  • লাইভ এটিন্যুয়েটেড * ১ দিন বয়সের বাচ্চায়  BCRDV লেন্টোজেনিক Fস্ট্রেইন FAO -200(-৫০থেকে -০০ তে ৬ মাস৪০ থেকে ৮০ তে ৪ মাস) ১টি ভায়ালে ৬মিলি ডাইল্যুয়েন্ট মিশিয়ে প্রতি চোখে ১ফোঁটা প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ১৫:০০ 
  • এই টিকার রং সবুজ (লাইভ) 
  • ২-৬ দিন বয়সে দিতে হয়  RDV মুক্তেসর স্ট্রেইন FAO -200(-৫০থেকে -০০ তে ৬ মাস৪০ থেকে ৮০ তে ৪ মাস) 1 ml রানের মাংসে প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ১৫:০০ 
  • এই টিকার রং সাদা (লাইভ এটিন্যুয়েটেড) 
  • ২ মাস বয়সে এবং ৬ মাস পরপর দিতে হয়  ফাউল পক্স বোডেট (Buddett) স্ট্রেইন মালয়েশিয়া -200(-৫০থেকে -০০ তে ৬ মাস)mixed with 3ml DW, use Biforked Pricking Needle to prick at wing skin প্রতি ভায়ালে ২০০ মাত্রা প্রতি ভায়াল ৪০:০০ 
  • জীবনে একবারই যথেষ্ট পিজিয়ন পক্স লোকাল ফিল্ড স্ট্রেইন  LRI, মহাখালী,ঢাকা -200(-৫০থেকে -০০ তে ৬ মাস) mixed with 3ml DW, use Biforked Pricking Needle to prick at wing skinপ্রতি ভায়ালে ২০০ মাত্রা প্রতি ভায়াল ২০:০০ 
  • মাঠ পর্যায়ে সংগৃহীত নমুনা থেকে প্রস্তুকৃত লাইভ এটিন্যুয়েটেড ফাউল কলেরা লোকাল স্ট্রেইন LRI, মহাখালীঢাকা ৪০ থেকে ৮০ ওয়েল এ্যাডজুভেন্টঃ 1ml SC এ্যালাম অধঃপতিতঃ 1ml IM  প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ৩০:০০ 
  • এই টিকা বরফায়িত করা বা ০০সে. এর নিচে রাখা যাবে না। সালমোনেলা/ ফাউল টাইফয়েড  সালমোনেলা গেলিনেরাম-এর ফিল্ড স্ট্র্রেইন ও 9 R স্ট্রেইন LRI, মহাখালীঢাকা ২০ থেকে ৮০ 0.5ml SC প্রতি ভায়ালে ২০০ মাত্রা প্রতি ভায়াল ৯০:০০ 
  • ৬ সপ্তাহের উর্ধ্বে ১ম ডোজ৩০ দিন পর ২য় ডোজ৬ মাস পর বুষ্টার 
  • এ্যালুমিনিয়াম এ্যাডজ্যুভেন্ট কিল্ড  গামবোরো BAU-404 স্ট্রেইন বাকৃবি,ময়মনসিংহ -৫০থেকে -০০ তে ৬ মাস ১ চোখে ১ ফোঁটা প্রতি ভায়ালে ১০০০ মাত্রা+৫০ মিলি ডাইল্যুয়েন্ট প্রতি ভায়াল ২০০:০০ 
  • ১২-১৯ দিন বয়সে ১ম ডোজ৭নি পর ২য় ডোজ 
  • লাইভ এটিন্যুয়েটেড  ডাকপ্লেগ লোকাল স্ট্রেইন LRI, মহাখালীঢাকা -৫০থেকে ০০ তে ৬ মাস 1ml বুকের মাংসে প্রতি ভায়ালে ১০০ মাত্রা প্রতি ভায়াল ৩০:০০ 
  • ৩ সপ্তাহ বয়সের বাচ্চাকে এ টিকা দিতে হবে 
  • ৬ মাস পরপর টিকা দিতে হবে  


কেমন লাগল জানালে খুশি হব। এটা আমার প্রথম আর্টিকেল। আপনাদের অনুপ্রেরণা পেলে আরো ভালো ভালো আর্টিকের আপনাদের উপহার দিতে পরব বলে আশা করি। আর এই আর্টিকেলটি যদি কখনও কারও কাজে লাগে তাহলে আমার এই কষ্ট সার্থক হবে।