Forex Charts
 
 
 

XM ব্রোকার রিভিউ – ২০২০

XM Review – ফরেক্স ট্রেড করার জন্য প্রায় হাজার খানেক বিভিন্ন ধরনের ব্রোকার রয়েছে এবং বিভিন্ন ভাবে তারা সেবা প্রদান করে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কোনও ব্রোকার নির্বাচন করে ট্রেড শুরু করবেন? বিষয়টি গুরুত্বপূর্ণ কেননা, ভালো ট্রেড করার জন্য একটি ভালো ব্রোকার হওয়া আবশ্যক। ট্রেড করার জন্য ব্রোকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে কাজ করে। কিন্তু একজন নতুন ট্রেডার হিসাবে নিজের জন্য প্রছন্দের ব্রোকার নির্বাচন করা এক কথায় কষ্টকর। কারণ, একজন নতুন ট্রেডার এর পক্ষে বিভিন্ন ব্রোকার যাচাই-বাছাই করা সম্ভব নয়। এর জন্যই আমাদের আজকের আর্টিকেল। আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি জনপ্রিয় সকল ব্রোকার এবং এদের সার্ভিস সম্পর্কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেয়ার। আজকের XM Review আর্টিকেলে, এই ব্রোকার এর সকল ভালো এবং খারাপ দিকসমূহ আপনাদের সামনে তুলে ধরবো এবং জানাবো এই ব্রোকার এর বিস্তারিত রিভিউ সম্পর্কে। তাহলে চলুন শুরু করি –

XM Review এর পূর্বে –

যেকোনো ব্রোকার এর ভালো কিংবা মন্দ খুঁজে পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্রোকারের সাপোর্ট এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে খোঁজ খবর নেয়া। ব্রোকার সম্পর্কে রিভিউ প্রদান করার জন্য আমরা কিছু বিষয় সম্পর্কে যাচাই-বাছাই করেছি এবং এর ভিত্তিতেই রিভিউ প্রদান করেছি। রিভিউ প্রদান করার জন্য আমরা নিম্নোক্ত ৭টি বিষয় এর উপরে লক্ষ্য রাখবো।

  1. এক্সিকিউশন টাইম
  2. ফান্ড প্রসেসিং টাইম
  3. ফান্ড সিকিউরিটি
  4. ব্রোকার সাপোর্ট সিস্টেম
  5. বিভিন্ন বোনাস এবং প্রমোশন
  6. লিভারেজ
  7. স্প্রেড

XM Review – এক্সিকিউশন

এখানে এক্সিকিউশন টাইম হচ্ছে, আপনি যখন রিয়েল ট্রেড করেন সেটা ঠিক কি পরিমাণ সময়ের মধ্যে হয়। আরও সহজ করে যদি বলি তাহলে, এন্ট্রি নেয়ার জন্য কি পরিমাণ সময়ে লাগে সেটাকে বোঝাতে চেয়েছি। বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ, যদি আপনার কোনও এন্ট্রি গ্রহন করতে বেশী পরিমাণ সময় লাগে তাহলে আপনার টার্গেট পিপ্স লস হয়ে যেতে পারে। এই ব্রোকারের এক্সিকিউশন টাইম হচ্ছে এভারেজ। অর্থাৎ, তাৎক্ষণিক যে এন্ট্রি হয়ে যাবে সেটা নয়। যার কারনে যারা খুব বেশী পরিমাণ মুভমেন্ট এর সময় ট্রেড করতে পছন্দ করেন যেমন, নিউজ ট্রেডিং এর সময় কিছুটা সমস্যা হতে পারে। আমাদের অভিজ্ঞতা অনুসারে, নিউজ ট্রেডিং এর সময় কিছূটা বিলম্ব হওয়াটা স্বাভাবিক। অতিরিক্ত মুভমেন্ট এর কারনে এন্ট্রি গ্রহন করার সময় “Re-Quote” হতে দেখা যায় যার কারনে আপনি যেই প্রাইসে এন্ট্রি নিয়েছেন সেখানে এন্ট্রি নাও হতে পারে।

XM Review – ফান্ড প্রসেসিং

এক্সম ব্রোকার এর জনপ্রিয়তার পিছনে অনেক বড় একটি কারণ হচ্ছে ফান্ড প্রসেসিং। এই ব্রোকারে একজন নতুন ট্রেডার হিসাবে আপনি সর্বনিম্ন $5 ডলার পরিমাণ ফান্ড ডিপোজিট করার সুবিধা পাবেন যেটা একজন নতুন ট্রেডারদের জন্য অনেকবেশী পরিমাণ সহায়ক। এছারাও, এই ব্রোকার বিভিন্ন উপায়ে ক্লায়েন্টদের ফান্ড ডিপোজিট করার সুবিধা প্রদান করে থাকে। আপনার যেটা সুবিধাজনক মন হয়, সেটাতেই ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করার সুবিধা পাবেন।

এক্সম ব্রোকার এর মাধ্যমে ফান্ড ডিপোজিট এবং উত্তোলন করার জন্য Neteller এবং Skrill এর মাধ্যম আমরা ব্যবহার করেছিলাম এবং এর মাধ্যমে ফান্ড ট্র্যান্সফার করতে কোনও ধরনের সময় লাগে নি। অর্থাৎ প্রায় তাৎক্ষনিক ফান্ড ডিপোজিট করার সুবিধা এই ব্রোকার প্রদান করে থাকে। তবে ফান্ড উত্তোলন করার ক্ষেত্রে কিছুটা সময় অপেক্ষা করতে হবে। ফান্ড ডিপোজিট করার মতন, ফান্ড উত্তোলন প্রক্রিয়ার জন্য এই ব্রোকার তাৎক্ষনিক প্রদান করে না তবে ২৪ঘন্টা এর মধ্যে আপনাকে সেই ফান্ড উত্তোলন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

XM Review – ফান্ড সিকিউরিটি

সব ট্রেডারই, ব্রোকারে ফান্ড ডিপোজিট করে কিছুটা চিন্তার মধ্যে থাকেন। কেননা এই অর্থ হারিয়ে যাবে না ত কিংবা ব্রোকার টাকা মেরে দেবে না ত? আমরা জানি, এই চিন্তা করাই স্বাভাবিক। কেননা, ভাই এগুলো আমাদের কষ্টের টাকা। ট্রেড করে যদি টাকা লস করে ফেলি তাও কষ্ট লাগবে না যতটা লাগবে যদি ব্রোকার ফান্ড উত্তোলন করতে না দেয় কিংবা আমাদের বিনিয়োগকৃত অর্থের সুরক্ষা প্রদান না করে।

আপনাদের মধ্যে অনেকই আছেন যারা surrogate Account এর নাম শুনেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ফান্ড সিকিউরিটি এর সাথে এর সম্পর্ক কি? আপনাদের সুবিধার জন্য বলি, ব্রোকার নিজে কিন্তু কোনও ব্যাংক নয় যার কারনে আপনার বিনিয়োগকৃত ফান্ড ব্রোকারের একাউন্টে জমা থাকে। যেসব ব্রোকার Surrogate Account এর সুবিধা দেয় তারা নিজ ক্লায়েন্ট এর ফান্ড নিজেদের একাউন্টে জমা রাখার বিপরীতে সরাসরি একটি তালিকাভুক্ত এবং বিশ্বস্ত ব্যাংক এর কাছে ক্লায়েন্ট এর নামে জমা করে রেখে দেয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, এর সুবিধা কি? একটি সহজ উধাহরন এর মাধ্যমে বুঝিয়ে বলছি –

ধরুন আপনি “ক” নামক একটি ব্রোকারে ফান্ড ডিপোজিট করলেন যার Surrogate Account এর সুবিধা নেই। যদি এমন কোনও সময় হয়, আপনার ব্রোকার দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার বিনিয়োগকৃত সকল ফান্ড জলে যাবে। অর্থাৎ, আপনি সেই অর্থ আর ফেরত পাবেন না।

অন্যদিকে “খ” নামক একটি ব্রোকারে ফান্ড ডিপোজিট করলেন যার Surrogate Account এর সুবিধা আছে। যদি এমন কোনও সময় হয়, আপনার ব্রোকার দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার বিনিয়োগকৃত সকল ফান্ড ওই ব্যাংক ফেরত দিতে বাধ্য থাকবে। আশা করছি বুঝতে পেরেছেন।

XM Broker এর সিকিউরিটি সিস্টেম যথেষ্ট শক্তিশালী। আপনি যখনই ব্রোকার থেকে কোনও পরিমাণ ফান্ড ডিপোজিট কিংবা উত্তোলন করতে যাবেন তখন আপনাকে ক্লায়েন্ট ক্যাবিনেটে লগইন করে তবেই করতে হবে। অর্থাৎ আপনার এক্সম এর সাইটে লগইন করে তারপর ফান্ড উত্তোলন করে নিতে হবে। বেশীরভাগ ব্রোকার এই দেখা যায়, ট্রেডিং আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ফান্ড উত্তোলন করে নিতে হবে। তবে XM ব্রোকারে আপনাকে ফান্ড উত্তোলন করার জন্য আপনার ভিন্ন আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তবেই ফান্ড উত্তোলন করতে পারবেন।

XM Review – ব্রোকার সাপোর্ট

গ্রাহক সহায়তার দিকে থেকেও এই ব্রোকার অনেকবেশী নির্ভরযোগ্য। প্রায় ১৭টি দেশের ভাষায় এই ব্রোকার সাপোর্ট প্রদান করে থাকে। বাংলাদেশী ট্রেডারদের জন্য রয়েছে সরাসরি বাংলাতে সাপোর্ট এর সুবিধা। অর্থাৎ, আপনি যদি বাংলা ভাষায় সাপোর্ট গ্রহন করতে চান তাহলে ব্রোকার এর সাপোর্ট টীম বাংলা ভাষায় আপনাকে পর্যাপ্ত সহায়তা প্রদান করবে।

এছাড়াও, এই ব্রোকারের রয়েছে লাইভ চ্যাট এর সুবিধা যেটি সপ্তাহের ৫ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে যার মাধ্যমে আপনি তাৎক্ষণিক চ্যাট করার মাধ্যমে ব্রোকার এর থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহন করতে পারবেন। এছাড়াও, ইমেইল কিংবা ফোন করেও আপনি ব্রোকারের সাপোর্ট টীম এর সাথে প্রয়োজনীয় সহায়তা গ্রহন করতে পারবেন।

XM Review – বোনাস এবং প্রমোশন

অনেকেই আছেন যারা ব্রোকারের প্রদত্ত বিভিন্ন বনা অফার নিয়ে রিয়েল ট্রেড শুরু করতে চান। XM Broker এর জনপ্রিয়তার সবচেয়ে বড় কারন হচ্ছে এর বিভিন্ন বোনাস অফার। একজন নতুন ট্রেডার হিসাবে সবারই প্রাথমিক বিনিয়োগ এর পরিমাণ কম থাকে যার কারনে ট্রেড শুরু করতে বেশকিছুটা সমস্যা হতে পারে। এই ব্রোকার বিভিন্ন ধরনের একাউন্টে প্রায় $500 পর্যন্ত বোনাস এমাউন্ট গ্রহনের সুবিধা প্রদান করে থাকে। যারা সম্পূর্ণ নতুন অবস্থায় ট্রেড শুরু করতে চান, তাদের জন্য এই সুবিধাটি অনেক বেশী উপকারী। অন্যদিকে, এক এক ধরনের ট্রেডারদের জন্য এই ব্রোকার বিভিন্ন ধরনের কাস্টমাইজ বোনাস অফার প্রদান করে থাকে যা শুধুমাত্র আপনার ট্রেডিং একাউন্ট এর জন্য প্রযোজ্য হবে। বোনাস অফার গ্রহন করার জন্য চাইলে আমাদের XM Promo ক্লিক করুন।

সুতরাং, যারা বোনাস এমাউন্ট গ্রহন করে ট্রেড শুরু করতে চান তাদের জন্য এই ব্রোকার হতে পারে আদর্শ। এই ব্রোকারের বিভিন্ন ধরনের বোনাস এমাউন্ট সম্পর্কে জানতে চান তাহলে অনুগ্রহ করে আমাদের বোনাস পোর্টাল দেখুন। আমাদের এই বোনাস পোর্টাল এর মধ্যে প্রায় বিভিন্ন ব্রোকারের ৩০০ এর উপরে বিভিন্ন ধরনের বোনাস অফার এর তথ্য পাবেন যেখান থেকে আপনার জন্য সুবিধাজনক বোনাসটি গ্রহন করে রিয়েল ট্রেড শুরু করতে পারেন।

XM Review – লিভারেজ

যেসব ট্রেডার লিভারেজ এর মাধ্যমে ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই ব্রোকার এক কথায় আদর্শ। কোনও ধরনের বিধি-নিষেধ ছাড়াই, ব্রোকার আপনাকে 1:888 পর্যন্ত লিভারেজ এর সুবিধা প্রদান করে থাকে এবং এর জন্য আপনাকে কোনও নির্দিষ্ট পরিমাণ এমাউন্ট ডিপোজিট করতে হবে না। অর্থাৎ, আপনি যদি বেশী পরিমাণ লিভারেজ গ্রহন করে ট্রেড করতে অভ্যস্ত থাকেন তাহলে এটি আপনার জন্য একটি অতিরিক্ত সুবিধা হতে পারে।

তবে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখা প্রয়োজন, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিংবা ইভেন্ট এর সময় বেশীরভাগ ব্রোকার এই লিভারেজ এর পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে কমিয়ে দিয়ে থাকে। বিষয়টি স্বাভাবিক কিন্তু এটি আপনার ট্রেডিং কৌশল এর উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। নিউজ এর সময় শেষ হয়ে গেলেই, আবার পুনরায় আপনার লিভারেজ সেট করে দেয়া হবে। কিন্তু ইন্সটাফরেক্স ব্রোকার এটি করে না। অর্থাৎ, ট্রেড করার শুরু থেকে শেষ পর্যন্ত এই ব্রোকার আপনার লিভারেজ পরিমাণ পূর্বে যা ছিল ঠিক সেই পরিমাণই রাখবে। যেটি অতিরিক্ত একটি সুবিধা হিসাবে, ট্রেডারদের জন্য সহায়ক হিসাবে কাজ করবে।

বি:দ্র: লিভারেজ এবং মার্জিনাল ট্রেডিং সবার জন্য, বিশেষ করে নতুনদের জন্য নয়। অতিরিক্ত লিভারেজ, আপনার বিনিয়োগ এর ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। সুতরাং, অতিরিক্ত লিভারেজ এর মাধ্যমে ট্রেড করার পূর্বে অনুগ্রহ করে আমাদের লিভারেজ এবং মার্জিন আর্টিকেলটি গুরুত্তের সহকারে পড়ে নিবেন।

XM Review – স্প্রেড

সহজ কথায় স্প্রেড হচ্ছে, আপনি যেই এন্ট্রি নিবেন সেটার প্রদত্ত বাই প্রাইস এবং সেল প্রাইস এর মধ্যবর্তী গ্যাপ। এই গ্যাপকেই বলা হয় স্প্রেড যা ব্রোকারের প্রফিট হিসাবে বিবেচিত থাকে। স্প্রেড হচ্ছে ট্রেডারদের জন্য লস, কেননা আপনি কারেন্সি পেয়ারে যেখানে এন্ট্রি নিবেন স্প্রেড এর পরিমাণ বেশী হলে সেটি বেশী লসে ওপেন হবে।

এখন স্প্রেড ছাড়া ট্রেড করা সম্ভব নয়। তাই, যেই ব্রোকারে স্প্রেড এর পরিমাণ কম সেই ব্রোকারকেই ট্রেডাররা পছন্দ করে থাকেন। এক্সনেস ব্রোকারে স্প্রেড এর পরিমাণ অন্যান্য ব্রোকার এর তুলনায় অনেক কম। অর্থাৎ, অতিরিক্ত স্প্রেড এই ব্রোকার চার্জ করে না। সর্বনিম্ন 1 Pips থেকে এর স্প্রেড শুরু হয় তবে একাউন্ট ভেদে সেটির পরিমাণ এক এক রকমের হতে পারে, যা অন্যান্য ব্রোকার এর থেকে পরিমানে অনেকাংশে কম। যারা কম স্প্রেড এর মাধ্যমে ট্রেড শুরু করতে চান, তাদের জন্য XM Broker একটি আদর্শ হিসাবে বিবেচিত হতে পারে।

লক্ষ্য লরুন – 

একজন ট্রেডার হিসাবে, আপনি নিজ পছন্দের যেকোনো ব্রোকারে ট্রেড শুরু করতে পারেন। তবে যেহেতু আপনি সম্পূর্ণ নতুন হিসাবে ট্রেড শুরু করছেন কিংবা নিজ ব্রোকার পরিবর্তন করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই রিভিউ প্রদানের মাধ্যমে আমরা শুধুমাত্র সহায়তা করার চেষ্টা করেছি। আমাদের এই XM Review আর্টিকেলে যে সকল তথ্য উপস্থাপন করেছি সেটি সম্পূর্ণরূপে আমাদের নিজেদের ট্রেডিং থেকে প্রাপ্ত অভিজ্ঞতা অনুসারে প্রকাশিত হয়েছে। উপরে উপস্থাপিত সকল তথ্য শতভাগ সঠিক এবং এটি কোনও ধরনের বিজ্ঞাপন কিংবা প্রচারণা করার উদ্দেশে প্রকাশিত হয়নি। যদি আমাদের এই রিভিউ সম্পর্কে কোনও ধরনের মতামত, প্রশ্ন, নিজ অভিজ্ঞতা জানাতে চান তাহলে আমাদের ইমেইল কিংবা নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন।


Forex Brokers
 
Our Extended Services: Dubai-Bangla.com
Abohoman Bangla
Name : Rony Bashar
Dubai, UAE
Mobile:+971581055876
Email: sbronybd@gmail.com
  Radioshongi.com
web stats
 

*** Abohomanbangla.com doesn't inspire anyone to trade forex and doesn't show unrealistic dream of 100% profit or getting rich overnight, rather guides existing forex traders about how to maintain a good trading strategy to sustain in the market. Trading forex with leverage carries high risk and you should only invest what you afford to loose. Certain types of trading may not be allowed from Bangladesh. ***