ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
ক্যারিয়ার
আপনিও হোন ওয়েব ডেভেলাপার

 

প্রাথমিক কথা

আমাদের দেশের প্রায় সাড়ে ১১ কোটি লোক মোবাইল ব্যবহার করে। তার মানে হলো আমাদের দেশের অধিকাংশ লোকেরই প্রযুক্তির সাথে সম্পর্ক আছে। এদের মধ্যে অনেকেই আবার ইন্টারনেত ব্যবহার করে। এই ইন্টারনেত ব্যবহার করার কারনে আমরা আধুনিক প্রযুক্তিএবং চিন্তা-ভাবনার সাথে পরিচিত হতে পারছি। আর এভাবেই আমরা ওয়েব ডেভেলাপমেন্ট এর কথা। এখন হয়তো অনেকেই চেষ্টা করছি নিজেকে একজন ভাল ওয়েব ডেভেলাপার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু কিভাবে শুরু করব তা করব তা বুঝতে পারছিনা। আমি চেষ্টা করব তাদেরকে বাংলায় যতটুকু সম্ভব বিস্তারিত ভাবে সহযোগীতা করার জন্য।


কারা ওয়েব ডেভেলাপার
ইন্টারনেট ব্যবহার করি কিন্তু ফেসবুক সম্পর্কে জানিনা এমন লোক হয়তো দুনিয়ার জমিনে নাই। আমরা ব্রাউজারে ফেসবুকের এড্রেস লিখে এন্টার চাপলে ব্রাউজার আমাদের যেখানে নিয়ে যায় তা হলো ফেসবুকের ওয়েবসাইট। আর এই ওয়েব সাইট নিশ্চয় কোন মানুষ তৈরি করেছে। আর যে করেছে সেই হল ওয়েব ডেভেলাপার।

সুতরাং আমরা বলতে পারি যারা একটা ওয়েব সাইট ডিজাইন করার পর তাকে প্রান দান মানে ডায়নামিক করার মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলে তারাই ওয়েব ডেভেলাপার।


ওয়েব ডেভেলাপমেন্ট কি
কারা ওয়েব ডেভেলাপার এখান থেকেই অনেকেই বুঝতে পারছেন ওয়েব ডেভেলাপমেন্ট আসলে কি। এখন একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার ভাবে বুঝতে চেষ্টা করব।

ধরুন আমি আপনাকে একটি গাড়ি এর ছবি দিয়ে বললাম এই গাড়িটা তৈরি করে এই গাড়ি দিয়ে আমাকে ঢাকা শহর ঘুরিয়ে দেখাতে হবে। আর আপনি যদি তা পারেন তবে আপনি এই গাড়ির সম্মানিত ডেভেলাপার। এখন যদি আপনি গাড়ি তৈরি না করে একটি ওয়েব সাইট তৈরি করেন তা হলে আপনি ওয়েব ডেভেলাপার।

 

আমি কি ওয়েব ডেভেলাপার হতে পারব
কেন নয়? আপনি চাইলেই হতে পারেন বিশ্ব সেরা ওয়েব ডেভেলাপার। কিন্তু তার জন্য পয়োজন প্রচুর পরিশ্রম ও সাধনা। পরিশ্রম ও সাধনা ছাড়া কেউ কোন কাজে কখনো সফল হতে পারেনি। আপনি সফল হতে চাইলে আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে। আপনি যদি পরিশ্রম করতে রাজী থাকেন এবং ধৈর্য সহকারে আপনার সাধনা চালিয়ে যান তাহলে আমরা আশা করতে পারি অচিরেই একজন নতুন ওয়েব ডেভেলাপার পাচ্ছি।

 

কেন হবেন ওয়েব ডেভেলাপার
এইবার কোটি টাকার প্রশ্ন করলেন। কেন হবেন আপনি ওয়েব ডেভেলাপার। একটা সময় ছিল যখন ওয়েব সাইট ছিল শখের একটা বিষয়। কিন্তু এখন তা আর কোন শখ বা বিলাসিতা নয় বরং অবশ্য প্রয়োজনে পরিণত হয়েছে। মানুষ এখন প্রতিদিনই ব্যক্তিগত এবং ব্যবসায়িক ওয়েব সাইট তৈরির জন্য অর্ডার করছে। কিন্তু চাহিদার তুলনায় ডেভেলাপারের সংখ্যা অনেক কম। আপনি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ওয়েব সাইট তৈরি করে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এছাড়াও বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারেন। এখানেই হতে পারে আপনার উপার্জনের সবচাইতে বড় সুযোগ। মার্কেট প্লেস গুলোতে সবচেয়ে বেশি চাহিদা ওয়েব ডেভেলাপারের। পারিশ্রমিকও অন্য সব কাজের তুলনায় বেশি।

 

কেমন আয় হতে পারে
এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার দক্ষতা, যোগ্যতা এবং সদিচ্ছার উপর। আপনি যদি নিজেকে একজন দক্ষ ডেভেলাপার হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে অল্প সময়ের মধ্যে মাসে কয়েক লক্ষ টাকা সহজেই উপার্জন করতে পারবেন। আমি আবারও বলছি এটা নির্ভর করবে আপনার উপর।

আপনি যদি দক্ষ ও যোগ্য না হোন, আপনার যদি পরিশ্রম করার মানসিকতা না থাকে তাহলে আপনি সারা জীবনেও এক পয়সা উপার্জন করতে পারবেন না । তবে প্রথমে টাকা পয়সার চিন্তা না করে কাজ শেখার দিকে মনযোগ দিলে পরে ইনকাম টা স্থায়ী হবে এবং পরিমাণ বেশি হবে।

 

শিক্ষাগত যোগ্যতা কেমন প্রয়োজন
ওয়েব ডেভেলাপার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন মাপকাঠি নয়। তবে আপনি ইংরেজীতে যতটা ভাল হবেন ততটাই ভাল। কারন হল ইংরেজীতে আপনি শেখার জন্য যত ভাল টিউটোরিয়াল বা বই পাবেন তা অন্য ভাষাতে পাওয়া সম্ভব নয়। তবে সুসংবাদ হল এখন বাংলাতেও অনেক ভাল টিউটোরিয়াল পাওয়া যায়।


কতটা সময় প্রয়োজন
এটা নির্ভর করবে আপনার মেধা এবং আপনার পরিশ্রমের উপর। আপনি কতটা সময় ব্যয় করবেন ওয়েব ডেভেলাপমেন্ট শেখার জন্য তার উপরও। তবে সাধারনত ৬মাস থেকে ১ বছরের মধ্যে যে কেউ মোটামুটি ভাল ওয়েব ডেভেলাপার হতে পারে। আসল কথা হলো আপনি কখনো এটা শিখে শেষ করতে পারবেন না।
৬ মাস ধারনা নেয়ার পর আপনিই বুঝতে পারবেন আপনি আসলে কাজ নেয়ার জন্য এই মুহূর্তে কতটা যোগ্য।

আপনাকে অবশ্যই নতুন নতুন আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সেই অনুযায়ী নিজেকে আপডেট করে নিতে হবে। তা না হলে আপনি কখনোই সফল হতে পারবেন না। সাময়িক সফল হলেও অচিরেই আপনি আপনার প্লেস হারাবেন। মনে রাখবেন শেখার কোন শেষ নেই।

 

শেখা শুরু করব কিভাবে
ওয়েব ডেভেলাপার হওয়ার জন্য আপনাকে যে বিষয় গুলো জানতে হবেঃ

html: প্রথমেই শিখবেন html.এটা হলো heyper text markup laguage। এর মাধ্যমে আপনি ওয়েব সাইটের কাঠামো তৈরি করবেন।

css: তারপর শিখবেন css। এটা হল cascading style sheet. এর মাধ্যমে আপনি তৈরি করা কাঠামোকে সাজাতে -গুছাতে পারবেন। এর মানে হলো ওয়েব সাইটকে সুন্দর করতে প্রয়োজন css.

Programming language: তারপর আপনাকে কোন একটা programming language জানতে হবে। এটা মূলত ওয়েব সাইটের ইঞ্জিন। আমি আপনাকে সাজেস্ট করব PHP শেখার জন্য । এটা তুলনামূলক সহজ এবং ইউজার ফ্রেন্ডলি।

cms: content mangment system. বিভিন্ন ধরনের cms আছে। যেমন wordpress, jomla ইত্যাদি। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় wordpress। তাই বলব শুরু হোক wordpress দিয়ে।

শেষ কথা
বশেষ কথা হলো জীবনে সফল হতে গেলে আপনাকে পাগল প্রেমিক হতে হবে। কাজকে পাগলের মতো ভাল না বাসলে তাতে সফল হওয়া যায় না। জানেন তো জয় করার জন্য ভালবাসার চেয়ে বড় অস্র আর হয় না। ভাল থাকবেন ।