ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
কৃষি উদ্যোগ
বাড়ির ছাদে মাল্টা চাষে সাফল্য


কুমিল্লা মহানগরীতে বাড়ির ছাদে শৌখিন চাষিরা মাল্টা চাষ শুরু করেছেন। দৃষ্টিনন্দন হলদে-সবুজ বিদেশি ফল মাল্টায় চোখ আটকে যাচ্ছে পথচারীদের।

কুমিল্লা মহানগরীর চান্দপুর মধ্যপাড়ার রশিদ মঞ্জিলের ছাদে টবে মাল্টা চাষ করছেন শৌখিন চাষি হাজী আবদুল ওহাব। তার বাড়ির ছাদে রেলিংয়ে ঝুলছে হলদে-সবুজ মাল্টা। তিনি জানান, ৩ বছরে তার গাছে মাল্টা ধরতে শুরু করেছে। ফলনও ভালো। প্রতি গাছে ৩৫-৪০টা করে মাল্টা ধরেছে।

কৃষি সম্প্রসারণ কেন্দ্র কুমিল্লার উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ মো. নুরুল হক জানান, উষ্ণ জলবায়ু মাল্টা চাষের জন্য উপযোগী। বায়ুমণ্ডলের আদর্্রতা ও বৃষ্টিপাত মাল্টা ফলের গুণাগুণকে প্রভাবিত করে। ঢালু এবং অম্লীয় মাটিতে মাল্টা ভালো ফলে। তবে বিদেশি এ ফলের গাছ জলাবদ্ধতা সহ্য করতে পারে না। কুমিল্লার লালমাই পাহাড়ি ভূমি মাল্টা চাষের জন্য খুবই উপযোগী। তিনি জানান, টবে না করে বড় ড্রামে মাল্টা চাষ উত্তম। যাতে পানি না জমে সে দিকে নজর রাখতে হবে।

 

উদ্যান উন্নয়ন কেন্দ্র কুমিল্লার উপ-পরিচালক মো. নিগার হায়দার খান জানান, এলাকার কৃষকদের মধ্যে মাল্টা আবাদে সাড়া পাওয়া গেছে। আগ্রহীদের মাল্টার চারা সরবরাহ নিশ্চিত করতে গবেষণা কেন্দ্রে কলম তৈরির কাজ চলছে।

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা