ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
ব্যবসা ও শিল্প
ফার্মেসী ব্যবসা ভাল আয়ের পথ হতে পারে

 

ভালো আয়ের পথ হতে পারে ওষুধের দোকান। পাড়া-মহল্লাতেই দিতে পারেন ওষুধের দোকান। ফার্মেসি দিতে চাইলে আপনাকে একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে, দোকান নিতে হবে। দোকানের ব্যবস্থা হলে ড্রাগ লাইসেন্সের জন্য সরকারের ওষুধ প্রশাসন পরিদপ্তরে আবেদন করতে হবে।


ফার্মাসিস্ট ফাউন্ডেশনের কোর্স
ড্রাগ লাইসেন্সের রেজিস্ট্রেশন হয় তিনটি ক্যাটাগরিতে। গ্রাজুয়েট ফার্মাসিস্টদের দেওয়া হয় এ  ক্যাটাগরির লাইসেন্স, ডিপ্লোমা ফার্মাসিস্টদের দেওয়া হয় বি  ক্যাটাগরির লাইসেন্স এবং দুই মাসের শর্টকোর্স সম্পন্নকারীদের দেওয়া হয় সি  ক্যাটাগরির লাইসেন্স। দুই মাসের শর্টকোর্সটি করানো হয় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির তত্ত্বাবধানে। দেশের ৬৪টি জেলাই রয়েছে এই সমিতির শাখা।
ঢাকার মিটফোর্ড রোডে অবস্থিত সমিতির প্রধান কার্যালয় ছাড়াও ঢাকার বিভিন্ন স্থানে রয়েছে এর ১৭টি উপশাখা। এর যেকোনো একটি থেকে কমপক্ষে এসএসসি পাসকৃতরা কোর্সটি করতে পারেন। সর্বমোট ৪০টি ক্লাস করানো হয়। ক্লাস শেষে দুই ঘণ্টার একটি পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণদেরই সার্টিফিকেট দেওয়া হয়। এ কোর্সটির ফি সর্বমোট এক হাজার ৭৫০ টাকা। যেহেতু প্রশিক্ষণার্থী ভর্তি করার নির্দষ্টি কোনো সময় নেই, তাই যারা এ কোর্সটি করতে চান তাদের নিকটস্থ শাখায় নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

ড্রাগ লাইসেন্স করতে
ড্রাগ লাইসেন্সের জন্য আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু কাগজও জমা দিতে হবে। এর মধ্যে আছে-
ট্রেড লাইসেন্স
চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্বের সনদ
ব্যাংক সলভেন্সি সনদ
দোকানসংক্রান্ত কাগজপত্র (নিজস্ব দোকান হলে দোকানের দলিলপত্র বা ভাড়া নেওয়া হলে চুক্তিসংক্রান্ত কাগজপত্র)
এক হাজার ৫০০ টাকার ট্রেজারি চালান
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ফার্মেসি বিষয়ে সম্মান শ্রেণী পাসের সনদ অথবা প্যারামেডিক্যাল থেকে ডিপ্লোমা পাসের সনদ অথবা ফার্মাসিস্ট ফাউন্ডেশন কোর্সের সনদ।

দরকার পুঁজি
আসবাবপত্র এবং ওষুধ কেনার জন্য প্রাথমিকভাবে এক লাখ টাকা পুঁজি থাকলেই ওষুধের দোকান দেওয়া সম্ভব। সে ক্ষেত্রে বেশি প্রয়োজনীয় ওষুধগুলো দিয়েই শুরু করতে হবে। খুব বেশি দামি এবং অপ্রচলিত ওষুধ প্রাথমিকভাবে না রাখাই উচিত।

দোকান সাজান
দোকানের আকারের সঙ্গে সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওষুধ রাখার তাক বানাতে হবে। কিছু সাধারণ পরীক্ষণ যন্ত্র, যেমন থার্মোমিটার (তাপমাত্রা মাপক যন্ত্র), স্টেথিস্কোপ (হূদস্পন্দন মাপক যন্ত্র), স্ফিগমোম্যানোমিটার (রক্তচাপ মাপক যন্ত্র) রাখতে হবে।

কোথা থেকে কী কিনবেন
কাছের যেকোনো কাঠের দোকান থেকে তাক তৈরি করাতে পারবেন। ওষুধ কিনতে হলে আপনাকে যেতে হবে ঢাকার মিটফোর্ড রোডে। এখানে আপনি সব ধরনের ওষুধ পাইকারি দরে কিনতে পারবেন। এ ছাড়া কম্পানি থেকেও সরাসরি কিনতে পারেন। তবে কম্পানি থেকে কিনতে চাইলে প্রতিটি ওষুধ আপনাকে এক বাক্স কিনতে হবে।
স্টেথিস্কোপ, থার্মোমিটার, স্টিগমোম্যানোমিটারের জন্য যেতে হবে জাতীয় প্রেসক্লাবের বিপরীতে তোপখানা রোডে অবস্থিত বিএমএ ভবনে।

দরদাম
আকার অনুযায়ী ওষুধের তাক বানাতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ পড়বে। স্বয়ংক্রিয় থার্মোমিটারের দাম পড়বে ৪০ থেকে ১০০ টাকা। স্টেথিস্কোপ এবং স্ফিগমোম্যানোমিটার দুটি একসঙ্গে এবং আলাদাভাবে কিনতে পাওয়া যায়। একসঙ্গে সাধারণ যন্ত্রটির দাম পড়বে এক হাজার ২০০ থেকে দুই হাজার টাকা। স্বয়ংক্রিয় যন্ত্রটি পাওয়া যাবে তিন হাজার ৮০০ থেকে চার হাজার টাকার মধ্যে। আলাদাভাবে কিনতে গেলে প্রতিটি স্টেথিস্কোপের দাম পড়বে এক হাজার থেকে দেড় হাজার টাকা আর স্ফিগমোম্যানোমিটারের দাম পড়বে ৩০০ থেকে ৬০০ টাকা। বাংলাদেশে থাইল্যান্ড, চীন এবং জাপানের তৈরি এসব পরিমাপক যন্ত্র পাওয়া যায়। তবে জাপানের তৈরি যন্ত্রই ভালো।

ওষুধ সংরক্ষণ পদ্ধতিও জানা থাকতে হবে

এ ব্যাপারে জনাব ওমর ফারুক কি বলেন দেখি, তিনি স্বত্বাধিকারী, স্টার মেডিক্যাল, গ্রীণ রোড, ঢাকাতিনি বলেন ফার্মেসি দিতে চাইলে বিভিন্ন ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। শুধু ওষুধের নাম জানলেই হবে না। কোন ওষুধ কী কাজে লাগে সে সম্পর্কেও জানতে হবে। প্রথম দিকে অল্প পুঁজি দিয়েও ব্যবসা শুরু করতে পারেন। সাধারণ দোকানের তুলনায় ফার্মেসি বেশ সম্মানজনক ব্যবসা। এখানে লাভও ভালো। কম্পানিভেদে বিক্রির উপর ১২ থেকে ১৩ পার্সেন্ট লাভ থাকে। এ হিসাবে প্রথম দিকে দুই লাখ টাকা পুঁজিতে মাসে দশ থেকে পনের হাজার টাকা লাভ থাকে। রোগীরা চাইলেও অনুমানে কোনো ওষুধ বিক্রি করা ঠিক হবে না। কিছু কিছু ওষুধ ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যায়, তাই ওষুধ ভালোভাবে সংরক্ষণ পদ্ধতিও জানা থাকতে হবে। একই ক্যাটাগরির বিভিন্ন কম্পানির ওষুধ একসঙ্গে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে

২৪ ঘন্টা খোলা থাকে ঢাকায় যে সব ফার্মেসী

গভীর রাত অথবা বাইরে বইছে পাগলা হাওয়া। ঝড়-জল-জলোচ্ছ্বাসের তাণ্ডবলীলা। আপনার বৃদ্ধ মা অথবা শিশু—পরিবারের কেউ একজন হঠাত্ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ফোন করলেন আপনার পারিবারিক ডাক্তারকে। ডাক্তার বললেন, অমুক অমুক ওষুধটা এখনই খাইয়ে দিন। কিন্তু এত রাতে কোথায় পাবেন ওষুধ? আপনার যদি জানা থাকে দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকে—এমন কিছু ফার্মেসির নাম ঠিকানা ও ফোন নম্বর, তবে আপনাকে আর বিপদে পড়তে হবে না। না হয় একটু বৃষ্টিতে ভিজলেন, তবুতো পাওয়া যাবে আপনার প্রয়োজনীয় ওষুধগুলো। এমন কিছু জরুরি ফার্মেসীর নাম ও ঠিকানা দেওয়া হলো, যা আপনাকে হঠাত্ দুশ্চিন্তা থেকে রক্ষা করবে।

 

২৪ ঘণ্টা ফার্মেসী
বাড়ি :১৪/ই, রোড-৬, ধানমন্ডি, ঢাকা। ফোন :৯৬৭০৩৯৭, ০১৭২৯১৬৭৭১০

 

লাজ ফার্মা
বাড়ি :৬৩/৩, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন :৯১১১৮৪৩, (কলাবাগান, ৯১১৭৮৩৯, ০১৭৩৬৬৯১২৯৫ (পান্থপথ)

 

লাইফ ফার্মা
বাড়ি :৬৪/৩, লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন :৯১১১৮৪৩

 

বাংলাদেশ মেডিকেল কলেজ ড্রাগ স্টোর
বাড়ি :৩০, সড়ক :১৪/এ, ধানমন্ডি, ঢাকা।

 

মেডিসিন কর্নার
বাড়ি : ১৫, গ্রিন স্কোয়ার, গ্রিন রোড, ঢাকা। ফোন :৯৬৬০৯৬৪

 

আদ্-দ্বীন হাসপাতাল
২ বড় মগবাজার, ঢাকা-১২১৭। ফোন :০২-৯৩৫৩৩৯১-৩

 

মেসার্স এ এম [ড্রাগ] স্টোর
৩/৬, শাহবাগ বিপনী বিতান, শাহবাগ, ঢাকা-১০০০। ফোন :৯৬৬০১৭৫, ০১৮১৫৭০৬১৪০

 

গাজী মেডিকেল হল
১/এ/২, শাহবাগ, বিপনী বিতান, শাহবাগ, ঢাকা-১০০০।

 

নাজ ফার্মা
৬, শাহবাগ বিপনী বিতান, শাহবাগ, ঢাকা-১০০০।

 

বাডাস ফার্মেসী প্রজেক্ট
১২২, কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০।

 

মেসার্স মেডিকেল হল
২১, শাহবাগ বিপনী বিতান, শাহবাগ, ঢাকা-১০০০। ফোন :০১৯১৫৪৯০৮৯৪, ০১৮১৯১৩৭৪৭৬

 

রমনা ফার্মেসী
মগবাজার, ওয়ারলেস মোড়, ঢাকা। ফোন :৯৩৫৭১১২

 

মেসার্স হক মেডিকেল
হল মোহাম্মদপুর, ঢাকা। ফোন :০১৭১২৫৩২৮৮৩

 

তারেক মেডিকেল সেন্টার
কলেজগেট, ঢাকা। ফোন :০১৭১৬৫৮৮৮৯২

 

মেট্রোপলিটন মেডিকেল সেন্টার
পূর্ব নাখাল পাড়া, ঢাকা। ফোন :৮৮২৪১৫৫

 

আল হেলাল মেডিসিন কর্নার
রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। ফোন :৯০০৬৮২০

 

ইসলাম ফার্মা
বাবর রোড, কলেজগেট, ঢাকা। ফোন :৮১১৪৪৮২

 

শাহবাগ মেডিসিন কর্নার
৩ নম্বর গেট, পিজি হাসপাতাল, ঢাকা।

 

মাল্টি ফার্মা লিমিটেড
এলিফেন্ট রোড, ঢাকা। ফোন :৮৬১৭৮৪৪

 

চাওয়া-পাওয়া ফার্মেসী
সেকশন-১৪, মিরপুর, ঢাকা। ফোন :৮১১৩০১০

 

মদিনা ফার্মেসী
আদাবর মোড়, রিং রোড, শ্যামলী, ঢাকা। ফোন :৮১৪২০৭৫

 

সালেহা ফার্মেসী
মহাখালী টিভি গেট, গুলশান, ঢাকা।

 

ডে অ্যান্ড নাইট
রোড-১৪/এ, ধানমন্ডি, ঢাকা।

 

গ্রিন আই ফার্মেসী
রোড-৬, ধানমন্ডি, ঢাকা। ফোন :৮৬১২৪১২, পান্থপথ :৯১১৭৮৩৯, পল্লবী :৯০০৯৯৮৫

 

কমফোর্ট ফার্মেসী
গ্রিন রোড, ঢাকা। ফোন :৮১২৪৯৯০

 

সেন্ট্রাল ফার্মা
লেক সার্কাস, কলাবাগান, ঢাকা। ফোন :৮১১০৫১৬।

 

সার্জিক্যাল সেন্টার
কলেজ গেট, মিরপুর রোড, ঢাকা। ফোন :৮১১৭৪১৬।